আজকাল ওয়েবডেস্ক: সম্পত্তির লোভে হাড় হিম করা এক খুনের ঘটনা ঘটল মহারাষ্ট্রের মুম্বইয়ে।
নিজের মাকে সম্পত্তির লোভে খুন করে নদীতে ভাসিয়ে দিল এক ব্যক্তি। জানা গিয়েছে, বীণা কাপুর নামে ৭৪ বছর বয়সি এক বৃদ্ধা বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন। গত মঙ্গলবার তার আবাসনের পক্ষ থেকে স্থানীয় জুহু থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে ওই বৃদ্ধার ফোনের লোকেশন দেখে জানা যায় সেটি আবাসনেই রয়েছে।
অন্যদিকে তাঁর ছেলে রয়েছে পানভেল এলাকায়। বৃদ্ধার ছেলে এবং বাড়ির পরিচারিকাকে থানায় ডেকে জেরা করে পুলিশ। সেখানেই মাকে খুনের কথা স্বীকার করে ওই ব্যক্তি। পুলিশ ওই পরিচারিকাকে ও আটক করেছে। পুলিশ সূত্রে খবর, ব্যাট দিয়ে একাধিকবার মাথায় আঘাত করে নিজের মাকে খুন করে ওই ব্যক্তি। প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ রায়গড় জেলার একটি নদীতে ভাসিয়ে দেয় সে। সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই এই খুন বলে জেরায় জানিয়েছে অভিযুক্ত। বৃদ্ধার বড় ছেলে বিদেশে থাকে তাঁকেও খবর পাঠিয়েছে পুলিশ। তবে এখনও মৃতদেহ উদ্ধার করা যায়নি।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের