আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের জন্য বিভিন্ন দাবি নিয়ে দিল্লিতে অনশনে বসলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁকে সমর্থন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর রাজ্য অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক সুবিধার দাবিতে অনশনে বসেছেন চন্দ্রবাবু নাইডু। শুধু তাই নয়, ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়ে নতুন রাজ্য তেলেঙ্গানা হওয়ার পর অন্ধ্রপ্রদেশকে ‘বিশেষ সুবিধা' দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র, তাও তাদের রাখতে হবে। এমনটাই দাবি চন্দ্রবাবুর।
জানা গিয়েছে, চন্দ্রবাবু নাইডুর অনশনকে সমর্থন জানিয়েছেন মমতা ব্যানার্জি। নাইডুর অনশন মঞ্চে উপস্থিত থাকার জন্য তিনি দলীয় নেতা ডেরেক ও’ব্রায়ানকেও নির্দেশ দিয়েছেন। দুপুর ১২টা নাগাদ তেলুগু দেশমের প্রধানের সঙ্গে দেখা করেন ডেরেক। গত বছর রাজ্যটি ভাগ হয়ে যাওয়ার ফলে অন্ধ্র আরও দুর্বল হয়ে যাওয়া সত্ত্বেও কেন্দ্র তাদের কোনও সাহায্যই করছে না, এই অভিযোগে এনডিএ জোট ছেড়ে দেয় তেলুগু দেশম পার্টি। গত সপ্তাহেই মমতা ব্যানার্জির ধর্না মঞ্চে এসে তাঁর সমর্থন জানিয়ে গিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। ১৯ জানুয়ারি মমতা ব্যানার্জির ব্রিগেডেও অংশ নিয়েছিলেন তেলুগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।