আজকাল ওয়েবডেস্ক: চার দিনের দিল্লি সফরে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
রবিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা। তার আগে শুক্রবার তিনি দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। মোদির বাসভবনে চলছে এই বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয় নিয়ে বৈঠক করছেন মমতা। তার মধ্যে রয়েছে, রাজ্যের বিপুল বকেয়া টাকার দাবি। এছাড়া জিএসটি বাবদ কেন্দ্রের কাছে পাওনার কথাও মমতা বৈঠকে তুলতে পারেন বলে জানা গিয়েছে।
জানা গেছে মোদির সঙ্গে বৈঠকের পর মমতা দেখা করবেন নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে। এমনকী বিরোধী দলগুলির সঙ্গেও এদিন বৈঠকে বসতে পারেন মমতা। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
NRS Hosrpital: বাঁ কানের অংশ দিয়ে তৈরি হল ডান কান, কিশোর অনুরাগ এখন সুস্থ
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার