আজকাল ওয়েবডেস্ক: প্রচারে গিয়ে ‘উত্তরপ্রদেশ, বিহার কে ভাইয়ে’ বলে ঠারেঠোরে প্রধানমন্ত্রীকেই কটাক্ষ করেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।
এবার সেই নিয়েই তাঁকে বিঁধলেন মোদি। ছাড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী এবং গান্ধী পরিবারকে। ‘পরিবারতন্ত্র’ নিয়ে খোঁচা দিয়ে বললেন, তাঁরাই আসলে চান্নির ‘মালিক’। সুযোগ পেলেই গান্ধী পরিবারকে এভাবেই খোঁচা দেন তিনি।
এদিন প্রচারে মোদি বললেন, ‘পাঞ্জাবের মুখ্যমন্ত্রী যা বললেন, গোটা দেশ শুনল। দিল্লির ওই পরিবার তাঁর মালিক। সেই মালিক তাঁর পাশে দাঁড়িয়ে হাততালি দিলেন।’
এর পরেই ঠারেঠোরে বুঝিয়ে দিলেন, এভাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আসলে বিহার, উত্তরপ্রদেশের মানুষদের অপমান করেছেন। তাঁর কথায়, ‘গুরু গোবিন্দ সিং কোথায় জন্মেছেন? বিহারের পাটনা সাহিব। গুরু গোবিন্দ সিংকেও কি পাঞ্জাবের বাইরে ছুড়ে ফেলবেন? এই ধরনের বৈষম্য যাঁরা করেন, তাঁদের পাঞ্জাব শাসন করা উচিত নয়।’
এর পর মোদি সন্ত রবিদাসের প্রসঙ্গও তুলে আনলেন। বললেন, ‘গতকালই আমরা সন্ত রবিদাস জয়ন্তী পালন করেছি। কোথায় জন্মেছেন তিনি? উত্তরপ্রদেশের বারাণসীতে। সন্ত রবিদাসকেও কি পাঞ্জাব থেকে বের করে দেবেন?’
বুধবার পাঞ্জাবে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রচার করছিলেন চান্নি। তখনই বলেন, ‘প্রিয়াঙ্কা গান্ধী পাঞ্জাবের বৌমা। তিনি পাঞ্জাবিদের বৌমা। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লির ভাইয়েরা এখানে এসে শাসন করতে পারবেন না। উত্তরপ্রদেশের ভাইয়াদের এখানে থাকতে দেব না।’ সেই নিয়েই বিতর্ক।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা