RJD Chief: সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট, হাসপাতালে ভর্তি লালুপ্রসাদ যাদব 

আজকাল ওয়েবডেস্ক: পাটনায় নিজের বাসভবনে সিঁড়ি থেকে পড়ে গেলেন লালুপ্রসাদ যাদব।

তাঁকে পারস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৪ জুলাই) সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন আরজেডি নেতা। এর জেরে কাঁধের হাড়ে সামান্য চিঁড় ধরেছে তাঁর, ব্যথা পেয়েছেন পিঠেও। 
সোমবার সকালেই পাটনার পারস হাসপাতালে নিয়ে যাওয়া হয় লালুকে। এমনিতেই তিনি অসুস্থ ছিলেন। তার জেরে তাঁকে ফের দিল্লির এইমস-এ ভর্তি করতে হয়। 
সাড়ে তিন বছর পর গত বছর অক্টোবরে দিল্লি থেকে পাটনা ফিরেছিলেন লালুপ্রসাদ। এপ্রিল মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর অসুস্থতার কারণে দিল্লিতেই থেকে যান। 
এ বছর এপ্রিল মাসে দোরান্দা ট্রেজারি মামলায় তাঁকে জামিনে মুক্তি দেয় ঝাড়খণ্ডের উচ্চ আদালত। পশুখাদ্য মামলার সঙ্গেই যোগাযোগ ছিল ওই মামলার। ফেব্রুয়ারি মাসে সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে এই মামলায় দোষী সাব্যস্ত করে।    
 

আকর্ষণীয়খবর