Kidnapped:‌ ২০০৬ সালে অপহরণ, ১৭ বছর পর খোঁজ মিলল যুবতীর 

আজকাল ওয়েবডেস্ক:‌ ২০০৬ সালে এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছিল।

অবশেষে ১৭ বছর পর তাঁর খোঁজ মিলল। তাঁর বয়স এখন ৩২। পুলিশ জানিয়েছে, দিল্লির গোকালপুরী এলাকায় ওই যুবতীর খোঁজ পাওয়া গেছে। ডিসিপি শাহদরা রোহিত মিনা জানান, ‘‌গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। খোঁজ মিলেছে ওই যুবতীর।’‌ জানা গেছে, ২০০৬ সালে অপহৃত নাবালিকার মা–বাবা থানায় নিখোঁজ ডায়রি করেছিলেন। 
পুলিশ জানিয়েছে, ‘‌২০০৬ সালে নাবালিকাকে অপহরণ করা হয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাড়ি থেকে বেরিয়ে দীপক নামে এক ব্যক্তির সঙ্গে উত্তরপ্রদেশের বালিয়া জেলার ছেরদি গ্রামে বসবাস করত সে। কিন্তু লকডাউনের সময় সে দীপককে ছেড়ে দিল্লির গোকালপুরী এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করে।’‌ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। 

আকর্ষণীয়খবর