আজকাল ওয়েবডেস্ক: শুধু মায়েরা নয়, বাচ্চার ডায়াপার বা ন্যাপি বদল করা যে বাবাদেরও কাজ, সেটাই প্রমাণ করল বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর কর্তৃপক্ষ। এজন্য মহিলাদের শৌচাগার ছাড়াও পুরুষদের শৌচাগারের ভিতরেও একটি বিশেষ কক্ষ তৈরি করেছে কর্তৃপক্ষ। যেখানে প্রয়োজনে বাবারাও শিশুর ন্যাপি বদলে দিতে পারবেন। সম্প্রতি মালদ্বীপের বাসিন্দা আলি সামহান প্রথম ওই কক্ষটির ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করতেই তা ভাইরাল হয়। প্রথমে কয়েকজন আলির সমালোচনা করলেও পরে রিটুইটে আলি লেখেন, তিনি বিমানবন্দর কর্তৃপক্ষের প্রশংসা করেই ছবিটি পোস্ট করেছিলেন। তারপরই কেম্পেগৌড়া বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রশংসায় ভরিয়ে দেয় নেটিজেনরা। কেউ লেখেন এটাই বিশ্বের সেরা বিমানবন্দর। তো কেউ লেখেন প্রথাগত নীতির বিরুদ্ধে হেঁটেছে কেম্পেগৌড়া বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে বেশ কয়েকবছর আগেই মহিলাদের শৌচাগারের সঙ্গেই পুরুষদেরটাতেও ওই বিশেষ কক্ষটি তৈরি করেছিল তারা। অনেক মানুষই সেটা প্রতিদিন ব্যবহারও করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কারণে ঘটনাটা প্রচারিত হয়েছে। আজকের যুগে যেখানে সন্তানকে লালনপালনের দায়িত্ব সমানভাবে কাঁধে তুলে নিচ্ছে বাবা–মা, সেখানে এধরনের পদক্ষেপ জরুরি বলেই মনে করছে কেম্পোগৌড়া বিমানবন্দর কর্তৃপক্ষ।
ছবি: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস