আজকাল ওয়েবডেস্ক: জেলের খাবার তিনি খেতে পারবেন না।
অনেক খাবারে বিধিনিষেধ রয়েছে। দরকার বিশেষ খাদ্যতালিকার। সেজন্য আজ পাটিয়ালার রাজিন্দ্র হাসপাতালে গেলেন নভজ্যোত সিধু। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেছেন। কী খাবেন তিনি, কী খাবেন না, সেই তালিকা পাটিয়ালার স্থানীয় আদালতে পেশ করা হবে। একথা জানালেন সিধু আইনজীবী।
রাগের মাথায় গাড়ি চাপা দিয়ে অনিচ্ছাকৃত খুনের মামলায় দোষী সাব্যস্ত সিধু। ১৯৮৮ সালে ঘটেছিল সেই কাণ্ড। মারা গেছিলেন ৬৫ বছরের গুরনাম সিং। এই ঘটনায় সিধুকে এক বছরের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত পাটিয়ালা জেলে রয়েছেন তিনি। সেখান থেকেই কড়া নিরাপত্তার মাঝে আজ পাটিয়ালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সিধুকে। ছিলেন কংগ্রেসের কিছু নেতাও।
সিধুর আইনজীবী এইচপিএস বর্মা জানান, সিধু জেলে বিশেষ ডায়েট চেয়েছেন। চিকিৎসকদের বোর্ড কোন বিশেষ ডায়েট প্রয়োজন সিধুর। সেই মতো আদালতে পেশ করবেন তালিকা। বর্মার কথায়, আটা, ময়দা, চিনি সহ কিছু খাবার খেতে পারেন না সিধু। বেরি, পেঁপে, পেয়ারা, ডাবল–টোনড দুধ— যেগুলোতে ফাইবার বেশি, সেসব খাওয়া খুব জরুরি সিধুর। এসবই জানাবেন চিকিৎসকরা।
প্রসঙ্গত পাঞ্জাব কংগ্রেসের প্রাক্তন প্রধান সিধুর লিভারে সমস্যা রয়েছে। ডিপ ভেইন থ্রম্বোসিসও রয়েছে। এর ফলে স্নায়ুতে রক্ত জমাট বেঁধে যায়। এর ফলে খাওয়াদাওয়ায় বিধিনিষেধ রয়েছে।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের