আজকাল ওয়েবডেস্ক: কোভিডের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রেনের বিছানাপত্র।
গত দু’বছর ধরে এমনটাই হয়ে আসছে। ট্রেন চালুর পর থেকে দূরপাল্লায় সওয়ার হতে নিজেদেরই চাদর, ইত্যাদি নিয়ে আসতে হত। কিন্তু এবার থেকে মিলবে ডিজপোজেবল শয্যাসামগ্রী। তবে এর জন্য দিতে হবে অতিরিক্ত ১৫০টাকা। যার বিনিময়ে পাওয়া যাবে স্পেশ্যাল কিট। সেই কিটের মধ্যে থাকবে একটি সাদা চাদর (১২২০ মিমি*১৯০৫মিমি), নীল বা ধূসর রঙের কম্বল (১৩৭০ মিমি*১৯৮০ মিমি), একটি হাওয়া বালিশ, সাদা রঙের বালিশের কভার, ফেস টাওয়াল বা ন্যাপকিন ও থ্রি প্লাই ফেস মাস্ক।
আরও পড়ুন: রাজ্যে ফের স্কুল খোলার তৎপরতা, ক্লাস শুরু হতে পারে নবম থেকে দ্বাদশ শ্রেণির
প্রসঙ্গত উল্লেখ্য, করোনার পর থেকে বন্ধ ছিল প্যান্ট্রি কার। যার ফলে শুধুমাত্র শুকনো খাবার ও ‘রেডি টু মিল’ জাতীয় খাবার মিলছিল। গত কয়েকদিন আগে সেই প্যান্ট্রি কার পরিষেবাও চালু করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এবার বেড রোল পরিষেবাও চালু করে দেওয়া হয়েছে। তবে আগের মতো নয়। এবার থেকে একবার ব্যবহারযোগ্য শয্যাসামগ্রী পাওয়া যাবে রেলে। তবে সেই জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা।
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?