আজকাল ওয়েবডেস্ক: ফের গ্রেপ্তার করা হল চিকিৎসক কাফিল খানকে। এবার জাতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তার করা হল তাঁকে। গত বছর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একটি সভায় সিএএ ও এনআরসি নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন তিনি৷ গত মাসে মুম্বই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ সেই মামলাতেই গত সোমবার তিনি জামিন পান৷ এখনও তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয়নি৷ সেই এফআইআর–এ বলা হয়েছিল, গত বছর ডিসেম্বর মাসে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন, যার জন্য শান্তি বিঘ্নিত হয়েছিল৷ এই অভিযোগ দায়ের হওয়ার দু’দিন পরেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অশান্তি ছড়ায়৷ এই সবের পিছনেই কাফিল খানের বক্তব্যের ভূমিকা আছে বলে মনে করছে প্রশাসন৷ তাই কাফিল খানের কার্যকলাপ দেশে নিরাপত্তার অভাব তৈরি করতে পারে ও অশান্তি ছড়াতে পারে এই আশঙ্কা থেকেই জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে, প্রশাসনের মত এমনই৷
উত্তরপ্রদেশের চিকিৎসক কাফিল খান, যাঁকে সরকারি হাসপাতালে ৬০ শিশুর মৃত্যুর পর জেল বন্দি করেছিল প্রশাসন। তাঁর বিরুদ্ধেই এবার নতুন করে অভিযোগ উঠল৷ এবার সিএএ নিয়ে উত্তেজক বক্তৃতা দেওয়ার অভিযোগে এবার তাঁর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন প্রয়োগ করা হয়েছে।