আজকাল ওয়েবডেস্ক: করোনার আরও এক নতুন ঢেউ কি আছড়ে পড়ল? জুনের প্রথম সপ্তাহ থেকেই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ ঘিরে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের।
ইতিমধ্যেই তা পেরিয়ে গেছে ১৩ হাজারের গণ্ডি। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কোভিডবিধি এবং বুস্টার ডোজে জনসাধারণের অনীহাই আবারও হু হু করে সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য দায়ী। তাই এখনই সতর্ক না হলে অক্টোবরের আগে পরিস্থিতি জটিল হতে পারে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। গতকালের তুলনায় যা অনেকটাই বেশি। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। দিল্লি, কেরলের মতো রাজ্যেও করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। বেড়েছে সংক্রমণের হারও। শেষ ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার বেড়ে ২.০৩ শতাংশ। পাশাপাশি আরও বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন।
বর্তমানে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮৩ হাজার ৯৯০ জন। যা গতকালের থেকে ২ হাজার ৩০৩ জন বেশি। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর হার বেড়ে দাঁড়িয়েছে ০.১৯ শতাংশে। সুস্থতার হারও চিন্তাজনক। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১০ হাজার ৯৭২ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬০ শতাংশে।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের