আজকাল ওয়েবডেস্ক: আকাশসীমা লঙ্ঘনের মতো ঘটনা এড়াতে আলোচনা শুরু করল ভারত ও চীন।
সেনা সূত্রে খবর, মঙ্গলবার লাদাখে সেনা পর্যায়ের আলোচনায় ‘সীমান্ত ব্যবস্থাপনা’ সংক্রান্ত আগেকার চুক্তি ও প্রোটোকল মেনে চলা নিশ্চিত করার দাবি তোলা হয় ভারতীয় সেনার তরফে। ওই চুক্তি অনুযায়ী, এলএসি–র ১০ কিলোমিটারের মধ্যে দু’দেশের আকাশযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এটা ঘটনা, প্রায় ৫ বছর আগে কাজাখস্তানের অস্তানায় সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশন (এসসিও)–এর বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কারণ ছিল, উত্তরাখণ্ডের চামোলিতে চীনা সেনার হেলিকপ্টারের ভারতীয় আকাশসীমা লঙ্ঘন।
প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ২০২০ সালে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা অনুপ্রবেশ এবং গালওয়ানের রক্তাক্ত সংঘাতের পর সেই প্রবণতা আরও বেড়েছে। হেলিকপ্টারের পাশাপাশি নজরে এসেছে চীনা ড্রোন ও বিমানের অনুপ্রবেশের ঘটনা। তা নিয়ে উত্তাপ ছড়িয়েছে দুই সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকে। গত ২৫ জুন ভোর চারটে নাগাদ শেষ বার এলএসিতে চীনা ফাইটার জেটের উপস্থিতি নজরে আসে ভারতীয় সেনার।
আরও পড়ুন: ১৪ দিনের জেল হেফাজত পার্থ–অর্পিতার
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
NRS Hosrpital: বাঁ কানের অংশ দিয়ে তৈরি হল ডান কান, কিশোর অনুরাগ এখন সুস্থ
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার