Gutkha Stain: প্লেনের ভেতরে গুটখার থুতু! কুকীর্তির ছবি দেখে উত্তাল সোশ্যাল মিডিয়া  

আজকাল ওয়েবডেস্ক: সরকার বা প্রশাসন যতই সচেতনতার প্রচার করুক না কেন, কিছু মানুষ কিছুতেই বদলায় না।

প্রকৃতপক্ষে মানুষ শব্দের যোগ্য তারা নয়, কারণ তাদের না আছে মান, না আছে হুঁশ। এই সমস্ত লোকজন নোংরামির চূড়ান্ত করতে থাকে। এমনকী প্লেনের ভেতরে গুটখার পিক ফেলতেও দ্বিধা করে না।


বিশ্বাস না হলেও সত্যি। এমনই জঘন্য কারবার করেছে কোনও অর্বাচীন। সেই ছবি ভাইরাল হয়েছে একজন আইএএস অফিসারের হাত ধরে। অফিসারটির নাম অবনীশ শরণ। তিনি যে ছবিটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, প্লেনের ভেতর দিকে জানালার ঠিক নীচেই গুটখার থুতুর চিহ্ন। অবনীশ শরণ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কেউ একজন নিজের পরিচয় রেখে গেছে।’ 


গতকাল (২৫ মে) রাত ১০টা নাগাদ ছবিটি শেয়ার করার পর এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ ছবিটিতে রিয়্যাক্ট করেছেন। শেয়ার হয়েছে এলোপাথাড়ি। কার্যত এই দুষ্কর্ম দেখে মিমের বন্যায় ভেসে গেছে সোশ্যাল মিডিয়া। অনেকেই প্যাসেঞ্জার লিস্ট থেকে অপরাধীকে ধরার দাবি করেছেন। একজন কটাক্ষ করে লিখেছেন, ‘নিজের বাবা-মায়ের শিক্ষা, সংস্কার এবং সংসার কেউ এভাবে ফেলে রেখে যেতে পারে?’ জনরোষ হওয়াই স্বাভাবিক। 
 

আকর্ষণীয়খবর