আজকাল ওয়েবডেস্ক: আবার বিতর্কে র্যাপার হানি সিং। এবার গানের কথায় মহিলাদের সম্বন্ধে অবমাননাকর শব্দের ব্যবহার করায় তাঁকে দেশ ছেড়ে চলে যেতে পরামর্শ দিয়েছেন পাঞ্জাব মহিলা কমিশের চেয়ারপার্সন মনীশা গুলাটি। শুক্রবার গুলাটি বলেছেন, ‘একদিকে অন্য দেশের মানু্ষ হরে রাম, হরে কৃষ্ণ গাইছেন আর হানি সিং গানের মধ্যে নিজেকে ধর্ষক বলে দাবি করছেন। যদি তিনি এসব না থামাতে পারেন তাহলে তাঁর অন্য কোনও দেশে চলে যাওয়া উচিত যেখানে এসবের অনুমতি আছে।’
উল্লেখ্য, হানি সিং–এর নতুন গান ‘মাখনা’–র একটি লাইনে ‘আয়াম আ উইম্যানাইসার’ বা ‘আমি নারীপ্রেমী’ শব্দ নিয়েই আপত্তি তুলেছে মহিলা কমিশন। গত তিন তারিখ স্বতঃপ্রণোদিতভাবে পাঞ্জাবের ডিজি এবং সংগঠিত অপরাধ নিয়ন্ত্রক শাখার আইজি–কে চিঠি লিখে হানির বিরুদ্ধে পদক্ষেপ করতে আবেদন করেছিলেন গুলাটি। পুলিসকে গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও আবেদন করেন। গুলাটির অভিযোগ, এরপরই সোশ্যাল মিডিয়ায় হানির অনুরাগীদের ট্রোলিং–এর শিকার হন তিনি। পাঞ্জাব পুলিসের ডিজি দিনকর গুপ্তা বলেছেন, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আইন লঙ্ঘিত হলে আইনিপথেই পদক্ষেপ করবে পুলিস।
ছবি: স্পুটনিক ইন্টারন্যাশনাল