Yamuna Expressway: যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত মহিলা পুলিশকর্মী-সহ গাড়ির চালক

আজকাল ওয়েবডেস্ক: যমুনা এক্সপ্রেসওয়েতে বড়সড় পথ দুর্ঘটনা।

ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক মহিলা কনস্টেবল ও পুলিশের গাড়ির চালকের। 

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে। ছত্তিশগড়ের এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে পুলিশের এক টিম ফিরছিল। সেই সময় টিমের একটি গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এতটাই জোরে ধাক্কা লাগে, যার জেরে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই গাড়ির চালক ও মহিলা পুলিশ কর্মীর। 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় আরও ৫ জন পুলিশকর্মী আহত হন। তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

আকর্ষণীয়খবর