আজকাল ওয়েবডেস্ক: পলিথিনে মোড়া নবজাতক শিশুকন্যাকে নর্দমা থেকে তুলে এনে তার প্রাণ বাঁচালো কতগুলো রাস্তার কুকুর। ঘটনাটি ঘটে শনিবার সকালে হরিয়ানার কৈথাল জেলায়। পুলিশ সূ্ত্রে খবর, ওই নবজাতক শিশুকন্যাকে নর্দমা থেকে তুলে এনে ঘেউঘেউ শুরু করে কুকুরকগুলো। কুকুরের ডাক শুনে রাস্তার পথ চলতি মানুষেরা দেখতে পান পলিথিনে মোড়া ওই শিশুকন্যাকে। তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বাচ্চাটিকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করে। তার চিকিৎসা চলছে। বাচ্চাটি মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক দীনেশ কানসাল।
ঘটনাটির তদন্তে নেমেই পুলিশ ওই নর্দমার পাশেই লাগানো একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে। তাতে দেখা যায়, শুক্রবার এক মহিলা তার নবজাতককে পলিথিনে মুড়ে ওই নর্দমায় ফেলে দিচ্ছে। সিসিটিভি ফুটেজ ঘেঁটে ওই মহিলাকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। পুলিশ অফিসার প্রদীপ কুমার জানিয়েছেন, ‘যে এই নোংরা ঘটনাটি ঘটিয়েছে, তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করব।’