Gyanvapi Case: শিবলিঙ্গের গুজবে অশান্তির সৃষ্টি হচ্ছে, বারাণসী আদালতে বলল মুসলিম পক্ষ 

আজকাল ওয়েবডেস্ক: বারাণসীর জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ খুঁজে পাওয়ার গুজবে জনগণের মধ্যে অশান্তির সৃষ্টি করছে।

বারাণসী আদালতে আজ এই দাবি করল মসজিদ কমিটি। তাঁরা এও জানিয়েছে, মসজিদে শিবলিঙ্গ আছে এটা এখনও পর্যন্ত অভিযোগ করা হয়েছে, প্রমাণিত হয়নি। বারাণসীর আদালতে আজ জ্ঞানবাপী-শ্রীনগর গৌরি কমপ্লেক্স মামলার ‘মেনটেইনেবিলিটি’ নিয়ে শুনানি শুরু হয়েছে। সেখানেই এই সওয়াল করল মুসলিম পক্ষ। 
বারাণসী আদালতে আজ মসজিদ কমিটি বলে, ‘গুজবের ফলে অশান্তির সৃষ্টি হচ্ছে। তার (শিবলিঙ্গ) অস্তিত্ব প্রমাণিত হওয়ার আগে তা হতে দেওয়া যায় না।’ প্লেসেস অফ ওয়রশিপ অ্যাক্ট, ১৯৯১-এর কথা তুলে সুপ্রিম কোর্টকে পুরনো মামলার কথা মনে করিয়েছে মুসলিম পক্ষ। তাদের দাবি, বাদী পক্ষ কখনওই মসজিদের স্বত্ব দাবি করতে পারে না। আগামী ৩০ মে এই মামলার পরবর্তী শুনানি। 

আরও পড়ুন: আইএএস অফিসার কুকুর নিয়ে হাঁটার জন্য স্টেডিয়াম ছাড়তে হল অ্যাথলিটদের! তারপর কী হল? 


কী এই প্লেসেস অফ ওয়রশিপ অ্যাক্ট, ১৯৯১?
১৯৪৭ সালের ১৫ আগস্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতার দিন কোনও ধর্মস্থানের যে রূপ ছিল তা বদলানোর যায় না। তা যদি অতীতে অন্য কোনও ধর্মের ইমারত ভেঙে তৈরি করা হয় তাতেও করা যায় না। ১৯৪৭ সালের ১৫ আগস্ট সংশ্লিষ্ট জায়গায় ধর্মীর পরিচিতি যা ছিল, তা-ই থাকবে, বলছে প্লেসেস অফ ওয়রশিপ আইন। ১৯৯১ সালের ১১ জুলাই থেকে বলবত হয়েছিল এই আইনটি।      
 

আকর্ষণীয়খবর