Gurgaon: প্রবল ঝড়বৃষ্টির জের! ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ জারি গুরগাঁওয়ে

আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকাল থেকে দিল্লি এবং সংলগ্ন এলাকায় তুমুল ঝড়বৃষ্টির জেরে চরম ভোগান্তি সাধারণ মানুষের।

এদিন সকালে ৯০ কিলোমিটার বেগে ঝড় বয়েছে দিল্লিতে। প্রবল বৃষ্টিতে সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাট দিল্লিজুড়ে। চণ্ডীগড় আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী গুরগাঁও প্রশাসন এবার ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিল সোমবার। 

 

 

তুমুল বৃষ্টির কারণে দিল্লি এবং সংলগ্ন এলাকায় জল জমে যায়। যার জেরে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। যানজটের সমস্যা সমাধানের জন্য রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশও। এই পরিস্থিতিতেই গুরগাঁওয়ের সমস্ত প্রাইভেট অফিস, কর্পোরেট অফিসগুলোতে আজকের জন্য ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়। 

ঝড়বৃষ্টির জেরে সকাল থেকেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিমান চলাচল ব্যাহত হয়। দিল্লি বিমানবন্দরের কর্তৃপক্ষের তরফেও টুইট করে যাত্রীদের বিমানসংস্থাদের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানানো হয়। 

আকর্ষণীয়খবর