আজকাল ওয়েবডেস্ক: নিজেকে শহুরে নকশাল বলে বিতর্কে বিশিষ্ট সাহিত্যিক ও নাটককার গিরীশ করনাড। শুক্রবারই তাঁর বিরুদ্ধে কর্নাটকের বিধানসৌধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবী অমৃতেশ এনপি। গত বুধবার কর্নাটকের হালাসুরুগেট থানা এলাকায় প্রয়াত সাংবাদিক গৌরী লঙ্কেশের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিচারণ অনুষ্ঠান হয়। সেখানে বহু বিশিষ্ট সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব, সাংবাদিক সহ সমাজের বুদ্ধিজীবীরা যোগ দিয়েছিলেন। গিরীশের বিরুদ্ধে অভিযোগ, নিজেকে শহুরে নকশাল বলে দাবি করে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। অমৃতেশের অভিযোগ, এধরনের শহুরে নকশালরাই সমাজে বিচ্ছিন্নতাবাদ ছড়ায়। ওই প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে করনাড নকশালদের অপরাধমূলক কার্যকলাপকে আরও উস্কে দিতে চাইছেন। তাঁর প্রশ্ন কোনও বিশিষ্টজন কীভাবে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করতে পারেন। বিধানসৌধ থানায় অবিযোগ দায়ের হলেও ঘটনাটি হালাসুরুগেট থানায় হওয়ায় সেখানেই মামলাটি স্থানান্তরিত করেছে পুলিস।
অন্যদিকে, ছত্তিসগড়ে বড় সাফল্য পেল সিআরপিএফ। সুকমা জেলার ফুলবাগাড়ি গ্রামে শুক্রবার তল্লাশি অভিযানে ১৯ জন নকশালকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ওই গ্রামে নকশাল জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে পেয়ে ওই দিন গ্রামে অভিযান চালায় সিআরপিএফ এবং রাজ্য পুলিস। ধরা পড়ে ১৯ জন। তারপরও দীর্ঘক্ষণ ফুলবাগাড়ি গ্রাম এবং সংলগ্ন অঞ্চলে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। ধৃতদের কাছ থেকে অস্ত্রশস্ত্র এবং মাওবাদী পুস্তিকা উদ্ধার হয়েছে।