Tripura: ‌‌তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ ত্রিপুরার মন্ত্রীর বিরুদ্ধে

সমীর ধর, আগরতলা:‌ গত ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোটের মনোনয়নপত্রে ইচ্ছাকৃত তথ্য গোপন করা এবং জালিয়াতির অভিযোগ উঠল ত্রিপুরার এক মন্ত্রীর বিরুদ্ধে।

 
ঊণকোটি জেলার চন্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়ে বর্তমানে রাজ্যের শ্রমমন্ত্রী ৪৭ বছর বয়সী টিঙ্কু রায়। ওই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তিপ্রা মথা প্রার্থী এবং প্রাক্তন বিজেপি নেতা রঞ্জন সিনহা। এদিন তিনি আগরতলায় সাংবাদিক সম্মেলন করেন। তাঁর অভিযোগ, টিঙ্কু রায় নিজের মনোনয়নপত্রে উল্লেখ করেছিলেন, যে তিনি ২০০৪ সালে ‘‌মধ্যশিক্ষা পর্ষদ, মধ্য ভারত গোয়ালিয়র’‌ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন। আদতে এই নামে কোনও স্বীকৃত মধ্যশিক্ষা পর্ষদের অস্তিত্ব নেই বলে দাবি রঞ্জনের। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তেও এটা উঠে এসেছে বলে জানান রঞ্জন।  হাইকোর্টের আদেশে অসম সরকার এই ভুয়ো পর্ষদের সার্টিফিকেটের বলে চাকরিপ্রাপ্তদের বরখাস্ত করেছে বলে রঞ্জন বাবু দাবি করেন। রঞ্জন জানান, টিঙ্কু রায় মনোনয়নপত্রে তাঁর বিরুদ্ধে ‘‌কোনও ফৌজদারি মামলা নেই’‌ বলে উল্লেখ করেছেন। রঞ্জনের কথায়, এটা সম্পূর্ণ মিথ্যে। তাঁর দাবি, টিঙ্কুর বিরুদ্ধে এমন একটি ফৌজদারি মামলা আদালতের বিচারাধীন রয়েছে, যাতে সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। রঞ্জন বাবুর দাবি, টিঙ্কু রায়ের কোনও যোগ্যতা নেই বিধায়ক ও মন্ত্রী হওয়ার। তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। 

আকর্ষণীয়খবর