IED: দিল্লিতে উদ্ধার আইইডি ভর্তি ব্যাগ, বড় নাশকতার ছক বলে সন্দেহ গোয়েন্দাদের!  

আজকাল ওয়েবডেস্ক: দিল্লির পুরনো সিমাপুরি এলাকায় একটি ব্যাগে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করল দিল্লি পুলিশ।

একটি পরিত্যক্ত বাড়িতে পাওয়া গেছিল এই আইইডি। বম্ব স্কোয়াড এবং ফায়ার ব্রিগ্রেড দ্রুত অকুস্থলে ছোটে। তার আগে এলাকা ঘিরে ফেলে দিল্লি পুলিশের বিশাল পুলিশ বাহিনী। 
ওই পরিত্যক্ত অ্যাপার্টমেন্টের ফরেনসিক পরীক্ষা চালাচ্ছে রোহিনী ফরেনসিক ল্যাবরেটরি। ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি ওই আইইডিকে নিজেদের জিম্মায় নিয়েছে এবং সেটিকে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করবে বলে খবর। 

আরও পড়ুন: সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বক্তব্য মানতে পারছে না নয়া দিল্লি, জবাবদিহি করতে রাষ্ট্রদূতকে সমন জারি!   


জানা গেছে, ওই অ্যাপার্টমেন্টের মালিক কাশিম নামের এক ব্যক্তি যার বাবা সম্প্রতি মারা গেছেন। শাকিল নামের এক ব্যবসায়ীর মাধ্যমে অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোর ভাড়া দিয়েছিল কাশিম। ভাড়া দেওয়া হয়েছিল একজনকে কিন্তু দিন দশেক আগে আরও তিনজন সেখানে ঢোকে বলে খবর। এরা সবাই পুলিশ আসার আগে এলাকা থেকে পালিয়েছে। 
অন্তত ডজনখানেক সন্দেহজনক ফোন কল ট্র্যাক করে ওই জায়গার সন্ধান পায় দিল্লি পুলিশ। সন্দেহভাজনদের চিহ্নিত করেছে পুলিশের স্পেশ্যাল সেল এবং তাদের ছবিও জোগাড় করেছে। তারা কোথা থেকে এসেছে তা এখনও অজানা।   

প্রতীকী ছবি
 

আকর্ষণীয়খবর