আজকাল ওয়েবডেস্ক: মেয়ের ধর্ষককে নিজের হাতে শাস্তি দিল প্রাক্তন বিএসএফ জওয়ান।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। আদালতের গেটের সামনে ধর্ষক দিলশাদ হুসেনকে (২৫) গুলি করে খুন করা হল।
মৃত ব্যক্তি বিহারের মুজফফরপুরের বাসিন্দা। মাস দুয়েক আগে জামিন পেয়েছিল দিলশাদ। অপহরণ এবং ধর্ষণের মামলায় ফের শুক্রবার গোরক্ষপুর আদালতে এসেছিল সে। আদালতের গেটের সামনে আইনজীবীর জন্য অপেক্ষা করছিল দিলশাদ। তখন দুপুর প্রায় সওয়া একটা। দিলশাদের আইনজীবী আসার আগেই সেখানে পৌঁছন প্রাক্তন বিএসএফ জওয়ান ভগবত নিশাদ এবং তাঁর ছেলে নন্দলাল। অভিযোগ, এরপরই নিজের লাইসেন্স করা বন্দুক থেকে দিলশাদের মাথা লক্ষ্য করে গুলি করে ভগবত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দিলশাদ। এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়ায়। দিলশাদকে গুলি করার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ভগবত ও তাঁর ছেলে। ইতিমধ্যেই অবশ্য ভগবত এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: দিঘা যাত্রা এখন আরও আরামদায়ক, তাম্রলিপ্ত এক্সপ্রেসে জুড়ছে অত্যাধুনিক বগি! কবে থেকে...
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ভগবতের নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদের বিরুদ্ধে। ২০২১ সালের ১২ মার্চ হায়দরাবাদ থেকে দিলশাদকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় ভগবতের মেয়েকে। তারপরই দিলশাদকে জেল হেফাজতে পাঠানো হয়। মাস দুয়েক আগেই জামিনে মুক্তি পেয়েছিল দিলশাদ।
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?