Durga Puja: বেঙ্গালুরুতে মাতৃ আরাধনা, পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে মাতৃ আরাধনা।

হাতে আর মাত্র কয়েকদিন, শুধু বাংলা নয়, বাংলার বাইরেও যেখানে বাঙালি রয়েছেন, সেখানেই সকলে একত্রিত হয়ে মেতে উঠেছেন পুজোর আয়োজনে। তা সে বেঙ্গালুরু হোক বা বার্লিন, আয়োজনে খামতি রাখতে চাইছেন না কেউই।  স্বাভাবিক ভাবেই দক্ষিণ ভারতও মেতে উঠেছে মাতৃ আরাধনার আয়োজনে। পুজোর প্রস্তুতি জোর কদমে করছে বেঙ্গালুরু দুর্গাপূজা কমিটি। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, পুজোতে উপস্থিত হতে পারবেন সকলেই। পাবেন ভোগ প্রসাদও। এই পুজোর উদ্বোধন করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই। ১ অক্টোবর সন্ধেতে পুজো এবং আজাদি কা অমৃত মহোৎসব প্যাভিলিয়ন উদ্বোধন করবেন তিনি। আজ বেঙ্গালুরু দুর্গা পূজা কমিটির সংগঠকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাতে তিনি পুজো এবং আজাদি কা অমৃত মহোৎসব প্যাভিলিয়ন উদ্বোধনে সম্মতি জানিয়েছেন।

আকর্ষণীয়খবর