Maharashtra Crisis: মহারাষ্ট্র সরকার 'ইডি' সরকার! আস্থা ভোট জিততেই বিস্ফোরক ফড়নবিশ

আজকাল ওয়েবডেস্ক: ‘এটা ইডি সরকার’, আস্থা ভোট জিততেই বিস্ফোরক মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

আজ আস্থা ভোট ছিল মহারাষ্ট্র বিধানসভায়। সেই ভোটে  বিরাট ব্যবধানে জয়লাভ করে শিন্ডে শিবির। আস্থা ভোট জিতে যাওয়ার পরেই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ।

আরও পড়ুন: SSC:পরেশ কন্যার স্কুলেই চাকরি, দীর্ঘ লড়াই শেষে নতুন জীবন শুরু 'শিক্ষিকা' ববিতার


আজ তিনি বলেছেন মহারাষ্ট্র সরকার ইডি সরকার। উল্লেখ্য, শিবসেনার শিন্ডে সহ একগুচ্ছ বিধায়ক তৎকালীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর থেকেই ঠাকরে শিবির ইডির ত্তত্ব তুলে ধরেছিল। ঠাকরে শিবিরের অভিযোগ ছিল ইডির ভয় দেখিয়ে বিধায়কদের নিজেদের দিকে রাখছে বিজেপি। আজ আস্থা ভোটের পর দেবেন্দ্র ফড়নবিশ নিজেই বলেছেন এই সরকার ইডি সরকার। যদিও তার ব্যাখা দিয়েছেন মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ইডি সরকারের অর্থ হল, একনাথ-দেবেন্দ্র সরকার। 


একনাথ শিন্ডে বিজেপির সহায়তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন। আজ সেই প্রসঙ্গে ফড়নবিশ বলেন, ফের শিবসেনার সঙ্গে জোট করে সরকার গঠন করেছে বিজেপি, এবং একজন প্রকৃত শিবসৈনিক মুখ্যমন্ত্রীর পদে বসেছেন।

আকর্ষণীয়খবর