আজকাল ওয়েবডেস্ক: টানা দু’ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি-এনসিআর এলাকা।
বহু জায়গায় জল জমে রয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাফিক। রাজধানীর গুরুত্বপূর্ণ একাধিক রাস্তায় ট্রাফিকের বেহাল দশা। আবহাওয়া দপ্তরের তরফে হলুদ সতর্কতা দিয়ে জানানো হয়েছে, শুক্রবারেও মাঝারি বৃষ্টিপাত হবে। এমনকী সপ্তাহান্তেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লিতে। নয়ডা এবং গুরুগ্রামের বেসরকারি স্কুলগুলো অষ্টম শ্রেণি পর্যন্ত বন্ধ রেখেছে।
দিল্লি-এনসিআর অঞ্চলে দীর্ঘ যানজটের খবর পাওয়া গেছে এবং এই অঞ্চলে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ সাধারণত মেঘলা, মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি নতুন মেঘ দিল্লির দিকে এগিয়ে আসছে, যার ফলে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে দিল্লি এবং এনসিআর-এর আশেপাশের কিছু জায়গায় মাঝে মাঝে ভারী বৃষ্টি সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা