আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার মধ্যরাতে স্থলভাগে প্রবেশ করল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মান্দাস।
তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটারের কাছাকাছি। পন্ডিচেরী এবং শ্রীহরিকোটার মধ্যে দিয়ে তামিলনাড়ুর মহাবলীপুরমে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। রাত ১১.৩০ থেকে ১.৩০ পর্যন্ত চেন্নাই এবং মহাবলিপুরম এলাকা তছনছ করে দেয় মান্দাস। চেঙ্গালপাট্টু এবং চেন্নাইয়ের পার্শ্ববর্তী এলাকায় শতাধিক গাছ উপড়ে পড়ে। ঝড়ের শক্তি কমে আসার পর থেকেই ধীরে ধীরে উদ্ধারকার্য শুরু হয়েছে। ১১৫ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে এদিন চেন্নাইয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ব্যবস্থাও। কোভালাম এবং মামাল্লাপুরমে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর নৌকা। উড়ে গিয়েছে দোকানের টিনের চাল।
খারাপ আবহাওয়ার কারণে ল্যান্ডফলের আগে ১৩টি বিমান বাতিল করা হয়েছিল চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। ঝড়ের মোকাবিলায় এনডিআরএফ নামানো হয়েছে। ত্রাণ শিবির খোলা হয়েছে প্রায় ৫০০০। সাধারণ মানুষ যাতে সব রকম পরিষেবা পান সেই ব্যবস্থাও করা হয়েছে সরকারের তরফে। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। জানা গিয়েছে, শুধুমাত্র চেঙ্গালপাট্টু জেলায় ১০৫৮ টি পরিবারকে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। তামিলনাড়ু উপকূলে ধ্বংসলীলা চালিয়ে উত্তর পশ্চিমে যাচ্ছে মান্দাস। ক্রমশ শক্তি হারালেও অন্ধ্রপ্রদেশেও এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের