আজকাল ওয়েবডেস্ক: করোনার তৃতীয় ঢেউ কাটিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে দেশ।
রবিবার দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। দৈনিক পজিটিভিটি রেট ১.৬৮ শতাংশ। যা গতকালের থেকে অনেকটাই কম। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৮৪৭ জন। রবিবার কেন্দ্রের দেওয়া বুলেটিন অনুযায়ী অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে দাঁড়াল ২ লক্ষ ২৪ হাজার ১৮৭। যা মোট আক্রান্তের ০.৫২ শতাংশ।
আরও পড়ুন: রবির সকালে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা! কবে, কখন?
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬৭৩ জনের। তবে তার মধ্যে কেরলে আগের ৪১২ জনের মৃত্যু সংযোজিত রয়েছে। দেশে মোট দৈনিক সংক্রমণের এক তৃতীয়াংশ এই কেরলেই। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৫৭ জন। এছাড়া মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৩৫ জন, মিজোরামে ১ হাজার ৩২৬, কর্নাটকে ১ হাজার ১৩৭ জন, রাজস্থানে ১ হাজার ৭৫, তামিলনাড়ুতে ১ হাজার ৫১, মহারাষ্ট্রে ১ হাজার ১৩। পশ্চিমবঙ্গেও সংক্রমণ নিম্নমুখী। নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮১ জন। সামগ্রিকভাবে করোনা সংক্রমণ কমায় অনেকটাই স্বস্তিতে চিকিৎসক মহল।
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল