আজকাল ওয়েবডেস্ক: শিবরাজ সিং চৌহান ছাড়া পেলেন হাসপাতাল থেকে। মুক্ত হলেন করোনা ভাইরাসের কবল থেকে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান করোনায় আক্রান্ত হয়েছিলেন ২৫ জুলাই। ৬১ বছর বয়সি মুখ্যমন্ত্রী টানা ১১ দিন ভর্তি ছিলেন ভোপালের একটি হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এক সপ্তাহ টানা আইসোলেশনে থাকবেন নিজের বাড়িতে। এবং প্রতিদিন নিজের শারীরিক অবস্থার রেকর্ড রাখবেন। গত রবিবার তিনি হাসপাতাল থেকেই টুইট করেছিলেন, তাঁর শরীর এখন অনেক ভাল। আর কোনও উপসর্গও নেই। পরবর্তী রিপোর্ট নেগেটিভ এলে তবে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।