Corona Update: ‌দীপাবলির আগে স্বস্তি, দেশের অ্যাকটিভ কেস গত দেড় বছরে সর্বনিম্ন 

আজকাল ওয়েবডেস্ক:‌ কিছুটা স্বস্তির খবর।

গত বছরের মার্চের পর এই প্রথম দেশের অ্যাকটিভ কেসের হার সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় দেশে কমল কোভিডে মৃত্যুর সংখ্যাও। যা দীপাবলির আগে দিচ্ছে স্বস্তি। 
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪,৩১৩ জন। মৃত্যু হয়েছে ৫৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩,৫৪৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৫৫৫, যা গত মার্চ থেকে সর্বনিম্ন। মোট আক্রান্তের তুলনায় এই অ্যাকটিভ রোগীর হার মাত্র ১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৪১ হাজার ১৭৫ জন। যা শতকরা হারে ৯৮.১৯ শতাংশ। এখনও মোট আক্রান্ত ৩ কোটি ৪২ লক্ষ ৬০ হাজার ৪৭০ জন। মৃতের সংখ্যা পেরিয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার। অবশ্য কেরলের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৭,৭২২ জন। মহারাষ্ট্রেরও কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। 
এদিকে সামনেই দীপাবলি, আসছে শীতের মরশুমও। তার আগে দেশে করোনা টিকাকরণে আরও জোর দেওয়া হয়েছে। কোভ্যাক্সিন, কোভিশিল্ডের সরবরাহও বাড়ানো হচ্ছে। বিভিন্ন রাজ্যে তা পাঠানো হচ্ছে।

আরও পড়ুন:‌ India-New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ভারতীয় দলে তিন পরিবর্তন!
 

আকর্ষণীয়খবর