আজকাল ওয়েবডেস্ক: বিজেপির পাশে দাঁড়ানোয় দলের মধ্যেই ক্ষোভের মুখে পড়েছিলেন।
দলীয় ক্ষোভের জেরেই এবার কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা একে অ্যান্টনির পুত্র অনিল কে অ্যান্টনি।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র প্রসঙ্গে মঙ্গলবার বিজেপির পাশে দাঁড়িয়েছিলেন অ্যান্টনি পুত্র। তার পরের দিনই কংগ্রেস ছাড়লেন অনিল অ্যান্টনি। তিনি জানিয়েছেন, বাকস্বাধীনতার জন্য লড়াই করা দল একটি টুইট মুছে দেওয়ার জন্য জোর করছে। সেটা মেনে নেওয়া সম্ভব নয়। তাই দল থেকে সরে দাঁড়ালাম। এটা ঘটনা, দেশজুড়ে মোদি: দ্য ইন্ডিয়া কোয়েশ্চেন নামে তথ্যচিত্রটির প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু কেরল কংগ্রেস জানায়, একাধিক জায়গায় এই তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করবে তারা। এই পরিস্থিতিতে মঙ্গলবার একটি টুইট করেছিলেন অনিল। তিনি লেখেন, ‘বিজেপির সঙ্গে মতবিরোধ রয়েছে। তবে বিবিসির মতো ব্রিটিশ সংস্থা, যারা দীর্ঘদিন ধরে ভারত বিরোধী কার্যকলাপ করেছে, তাদের সমর্থন করা উচিত নয়। বিবিসির এই তথ্যচিত্রকে যারা সঠিক বলে মনে করছেন, তাঁদের এই পদক্ষেপের জেরে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে।’ এই টুইটের পরেই কংগ্রেস নেতাকে আক্রমণ করতে থাকেন নেটিজেনরা। অনিলের বক্তব্য থেকে এটা স্পষ্ট, বিবিসির তথ্যচিত্র নিয়ে টুইট মুছে ফেলতে নির্দেশ দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। যা মানতে পারেননি তিনি। আর সেকারণেই করলেন দলত্যাগ। এটা ঘটনা, তথ্যচিত্র নিষিদ্ধ করার বিষয়টিকে স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেই মনে করছে কংগ্রেস।
আরও পড়ুন: কৃষক খুনে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে অবশেষে পেলেন জামিন
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান