Commercial Cooking Gas:‌ স্বস্তি, পুজোয় কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

আজকাল ওয়েবডেষ্ঠ:‌ ষষ্ঠীতেই মিলল স্বস্তি।

তাছাড়া চলছে নবরাত্রিও। উৎসবের মরশুমে তাই ফের কমল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। এটা ঘটনা, টানা ৬ মাস কমল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। অক্টোবরের শুরুতে ১৯ কেজি সিলিন্ডারের দাম কমেছে ২৫ টাকা ৫০ পয়সা থেকে ৩২ টাকা ৫০ পয়সা পর্যন্ত।
কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৬ টাকা কমে হল ১৯৫৯ টাকা। রাজধানী দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ২৫ টাকা ৫০ পয়সা। দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৮৫৯ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৩২ টাকা ৫০ পয়সা। বর্তমান দাম ১৮১১.‌৫০ টাকা। চেন্নাইয়ে দাম কমলেও বাকি তিন মেট্রো সিটির তুলনায় সেখানে দাম বেশি। সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫.৫০ টাকা কমে ২ হাজার ৯ টাকা হয়েছে। 
এটা ঘটনা, মে মাস থেকে টানা ছ’মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমাল তেল সংস্থাগুলি। যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম কমানো হয়নি। 

আরও পড়ুন:‌ শনিবারই দেশে ফাইভ–জি প্রযুক্তির উদ্বোধন করবেন মোদি

আকর্ষণীয়খবর