Ahmedabad Blast: ‌বিস্ফোরণের‌ রায়ে বিজেপির করা ‘‌ধর্মীয় উসকানিমূলক’‌ পোস্ট ডিলিট করল টুইটার 

‌আজকাল ওয়েবডেস্ক:‌ ২০০৮ সালে আমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ।

এই মামলায় গত শুক্রবারই দোষী সাব্যস্ত হওয়া ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে ফাঁসির সাজা শুনিয়েছে গুজরাটের বিশেষ আদালত। সেই ইস্যুতে গুজরাট বিজেপির পোস্ট করা একটি কার্টুন নিয়ে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্ক। যার ফলে টুইটারের রোষানলে পড়তে হল বিজেপিকে। পোস্টটিকে ধর্মান্ধতার প্রতীক বলে দাবি করেছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা। বিতর্ক এড়াতে পোস্টটি অবশ্য ডিলিট করে দিয়েছে টুইটার। এটা ঘটনা, গুজরাট বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই কার্টুনটি পোস্ট করা হয়। যেখানে দেখা গিয়েছে, মাথায় ফেজ টুপি পরা কয়েকজন ফাঁসির দড়িতে ঝুলছে। পিছনে উড়ছে তেরঙ্গা। পোস্টে লেখা, ‘সত্যমেব জয়তে’। এই কার্টুনকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। এটি সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট বলেও দাবি করতে থাকেন নেটিজেনদের একাংশ। টুইটারের কাছে রিপোর্টও করা হয়। তারপরই পোস্টটি ডিলিট করে দেয় টুইটার। গুজরাট বিজেপির মুখপাত্র ইয়াগনেশ দাভে বিষয়টি স্বীকার করে বলেন, আদালতের রায়ের প্রতিক্রিয়াতেই পোস্টটি করা হয়েছিল। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল না। তবে বিতর্ক দানা বাঁধায় টুইটার তা সরিয়ে ফেলেছে। এও জানা গিয়েছে, টুইটারের পাশাপাশি কার্টুনটি ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতেও আর দেখা যাবে না।

আরও পড়ুন:‌ একই শরীর, তবে ভোট দিলেন দু’‌টো, মত গোপন করতে চোখে পরানো হল রোদচশমা

আকর্ষণীয়খবর