আজকাল ওয়েবডেস্ক: মণিপুরে বিজেপি নেতাকে গুলি করে খুন।
আত্মসমর্পণ করেছে মূল অভিযুক্ত। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রও। খুনের ঘটনায় যুক্ত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মণিপুরের থৌবল জেলায়।
মণিপুরে বিজেপির প্রাক্তন সেনাকর্মীর শাখার আহ্বায়ক লাইশরাম রামেশ্বর সিংকে বাড়ির সামনেই গুলি করে খুন করা হয়। থৌবলের পুলিশ সুপার জানান, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ একটি গাড়িতে লাইশরামের ক্ষেত্রী লেইকাই এলাকার বাড়ির সামনে পৌঁছয় দুই ব্যক্তি। লাইশরাম তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে। দুষ্কৃতীরা লাইশরামকে নিশানা করে গুলি চালাতে থাকে। বুকে গুলি লাগে বিজেপি নেতার। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এরপর চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা যে গাড়িতে এসেছিল, তার কোনও রেজিস্ট্রেশন নম্বর ছিল না বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে বিজেপি নেতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরেই তল্লাশি অভিযানে নামে পুলিশ। দ্রুততার সঙ্গে নওরেম রিকি পয়েন্টিং সিং নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ছিল সেই গাড়ির চালক। তাকে জিজ্ঞাসাবাদ করে আয়েকপাম কেশোরজিৎ নামে এক ব্যক্তির খোঁজ পাওয়া যায়। ওই ব্যক্তিই লাইশরামকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এরপর পুলিশ তার নামে হুলিয়া জারি করে। হুলিয়া জারির কিছুক্ষণ পরেই পশ্চিম ইম্ফল জেলার কম্যান্ডো কমপ্লেক্সে আয়েকপাম (৪৬) আত্মসমর্পণ করে। তার কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসবাদ করে হত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: পছন্দের তালিকায় শচীন নয়, বিরাটকেই রাখছেন গিল
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান