আজকাল ওয়েবডেস্ক: বন্যায় বিপর্যস্ত বিহার। অথচ সরকার উদাসীন। বন্যা মোকাবিলা করতে গ্রামবাসীরা একজোট হয়ে বাঁশ ও বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করেছেন যাতে বন্যার জল গ্রামে ঢুকতে না পারে। বিহারের দারভাঙা জেলার করজাপত্তি গ্রামের পরিস্থিতি এতটাই খারাপ যে ঘর বাঁচাতে প্রাণের ঝঁুকি নিয়ে গ্রামবাসীকেই এই কাজ করতে হচ্ছে। এক গ্রামবাসী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘প্রশাসন আমাদের জন্য কিছুই করেনি, তাই আমাদেরই করতে হবে। কারণ আমরা এখানে থাকি। মন্ত্রী প্রেম কুমার এই অঞ্চলে একবার এসেছিলেন। কিন্তু আমাদের গ্রাম পরিদর্শনে তিনি একবারও আসেননি। তিনি যদি কিছু ব্যবস্থা নিতেন, তাহলে আর আমাদের এই কাজ করতে হত না।’
বিহারে বন্যার প্রভাব পড়েছে ১২টি জেলায়। এখনও পর্যন্ত ৬৭ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৯২ জন মানুষের মৃত্যু হয়েছে। বন্যাত্রাণ হিসাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাত্র ৬০০০ টাকা করে দেওয়া হয়েছে নীতীশ সরকারের পক্ষ থেকে।