Man Throws Cash:‌ উড়ালপুলের উপর থেকে নোট ছড়াচ্ছেন যুবক, লুফে নিতে হাজির অসংখ্য মানুষ 

আজকাল ওয়েবডেস্ক:‌ সত্যি তো!‌ উড়ালপুলের উপর থেকে নোট ছড়াচ্ছেন যুবক!‌ ১০ টাকার নোট লুফে নিতে উড়ালপুলের নীচে তখন ভিড়ে ভিড়াক্কার।

বেঙ্গালুরুর কেআর মার্কেটের উড়ালপুলের উপর থেকে মঙ্গলবার আচমকা ১০ টাকার মুঠো মুঠো নোট নীচের দিকে ফেলতে শুরু করেন এক যুবক। উড়ালপুলের নীচে নোট কুড়িয়ে নিতে অনেক লোক জড়ো হন। যে যেমন পেরেছেন, নোট কুড়িয়ে পকেটে ভরেছেন। জানা গেছে প্রায় তিন হাজার টাকা ওই যুবক ছড়িয়েছেন। 
নোট ছড়ানোর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল অনলাইন। ভিডিওয় অবশ্য দেখা গেছে, যুবকটি গলায় একটি দেওয়াল ঘড়ি ঝুলিয়ে রেখেছেন। মুঠো মুঠো নোট ছড়িয়ে দিচ্ছেন নীচের দিকে। তবে নোট কুড়োনোর জেরে ওই এলাকায় যানজট তৈরি হয়। তবে যে যুবক মুঠো মুঠো নোট ফেলেছেন, তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। ওই যুবকের সন্ধান চালাচ্ছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নোটগুলি আসল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন:‌ দুয়ারে মেঘালয় ভোট, ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতি তৃণমূলের

আকর্ষণীয়খবর