আজকাল ওয়েবডেস্ক: কোভিডের টিকায় কোনও ‘জাদুকরি’ ফর্মুলা অবশ্যই নেই যে তা নিলে চলৎশক্তিরহিত ব্যক্তি গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াবে কিংবা হাঁটা শুরু করবে।
কিন্তু এমন অত্যাশ্চর্য ঘটনাই ঘটল ঝাড়খণ্ডের বোকারো এলাকায়।
বোকারো জেলার পেটারওয়ার গ্রামের বাসিন্দা বছর চুয়াল্লিশের দুলারচন্দ গত চার বছর যাবত শয্যাশায়ী। এক দুর্ঘটনার পর থেকে তিনি কথাও বলতে পারেন না। পেটারওয়ার কমিউনিটির মেডিক্যাল ইন চার্জ ড. আলবেল কেরকেট্টা জানিয়েছেন, ৪ জানুয়ারি কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন দুলারচন্দ। এর একদিন পরেই শরীর প্রতিক্রিয়া দিতে শুরু করে।
আরও পড়ুন: কোভিড চিকিৎসায় ২০২১-এর ভুলই হয়ে চলেছে ২০২২-এ! কেন্দ্র, মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে চিঠি
দুলারচন্দের দাবি, টিকা নেওয়ার কয়েকদিন পর থেকেই তিনি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হন। এমনকী তাঁর গলার স্বরও ফিরে আসে। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেছেন, ‘ভ্যাকসিন নিয়ে আমি খুব খুশি। ৪ জানুয়ারি টিকা নেওয়ার পর থেকেই আমার পায়ে সাড় এসেছে।’ বোকারোর সিভিল সার্জন ড. জিতেন্দ্র কুমার বলছেন, এই ঘটনা অবাক করা হলেও কোনও মিরাকল নয়। দুলারচন্দের চিকিৎসার ইতিহাস খতিয়ে দেখার জন্য এক মেডিক্যাল টিম গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
Debasree Roy: ‘আপাতত রাজনীতিতে নয়’, জানালেন দেবশ্রী
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই