আজকাল ওয়েবডেস্ক: জামিন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের গ্রেপ্তার সাকেত গোখলে।
সেই কারণেই এবার গুজরাটে পা রাখল তৃণমূলের প্রতিনিধি দল। চলতি সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার হয়েছিলেন সাকেত গোখলে। ডেরেক ও'ব্রায়েন টুইটে লিখেছিলেন, মোরবী নিয়ে টুইট করার জন্য গ্রেপ্তার করা হয়েছে সাকেতকে। পরে তাঁর জামিন মিললেও ফের গ্রেপ্তার করা হয়।
সেই তথ্য ডেরেক জানিয়েছিলেন টুইটে। তিনি লেখেন, “জামিন পাওয়ার পরেও সাকেত গোখলেকে হেনস্থা করছে গুজরাট পুলিশ। বৃহস্পতিবার জামিন পাওয়ার কয়েক ঘণ্টা পরই রাত পৌনে ৯টা নাগাদ ফের তাঁকে গ্রেফতার করা হয়েছে।" অভিযোগ বিনা নোটিশে পুলিশ গ্রেপ্তার করেছে সাকেতকে। তারপরেই আজ গুজরাটে গিয়েছেন তৃণমূলের ৫ প্রতিনিধি। দোলা সেন, খালিলুর রহমান, অসিত কুমার মাল, শান্তনু সেন এবং সুনীল কুমার মণ্ডল ইতিমধ্যে পৌঁছেছেন মোদি-রাজ্যে। তাঁরা মোরবী থানা যাবেন। আজই আহমেদাবাদ হাইকোর্টে সাকেত গোখলের জামিনের আবেদন করা হবে।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের