আজকাল ওয়েবডেস্ক: বয়স বাড়লে শরীরচর্চার সুযোগ কমে।
দৈনন্দিন ব্যস্ততার পাশাপাশি, শারীরিক কিছু সমস্যার কারণেও নিয়মিত শরীরচর্চা করতে পারেন না অনেকেই। বিশেষত, সন্তানের দেখভালের সময়, তা কোনও মতেই সম্ভব নয়। সমাজের এমন চিরন্তন নিয়মকে বুড়ো আঙুল দেখালেন ৫৭ বছর বয়সি এক ব্যক্তি।
সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। পেশায় ব্যবসায়ী সন্দীপ মল নামের ওই ব্যক্তি ভিডিওটি পোস্ট করেন। যিনি নিজেও শরীরচর্চার প্রতি আগ্রহী এবং জিমের প্রশিক্ষক। ভিডিওটিতে দেখা যাচ্ছে, খুদে সন্তানকে পিঠে বসিয়ে দিব্যি পুশ আপ করছেন তিনি। ১২ সেকেন্ডের এমন মিষ্টি ভিডিও মন জিতেছে নেটিজেনদের।
ভিডিওর ক্যাপশনে সন্দীপ লেখেন, 'একবারে যদি ১৫টি পুশ আপ করেন, সেক্ষেত্রে কিছুটা ভার বহন করা উচিত। আগামী তিন বছরের মধ্যে আমার মেয়ে ১৮ কেজির হবে, আর আমি ৬০-এ পা দেব। আমি চাই, সেই সময়েও এই ভাবে মেয়েকে পিঠে নিয়ে শরীরচর্চা করতে।'
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান