Lucknow: লখনউয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, চাপা পড়ে মৃত ৩

আজকাল ওয়েবডেস্ক: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বহুতল।

আকস্মিক ঘটনায় বিল্ডিংয়ের তলায় চাপা পড়েছেন অসংখ্য মানুষ। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের লখনউতে। 

 

ঘটনাটি ঘটেছে হজরতগঞ্জ এলাকার ওয়াজির হাসান রোডে। মঙ্গলবার সন্ধেয় ওই এলাকার একটি বিল্ডিং আচমকা ভেঙে পড়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ফ্ল্যাটে ৫০টি পরিবার বাস করত। ধ্বংসস্তূপের মধ্যে অন্তত ৮০ জনের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছয় কেন্দ্রীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। 

কী কারণে উঁচু বিল্ডিং ভেঙে পড়ল তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ইতিমধ্যেই বিল্ডিংয়ের মালিককে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, গতকাল নেপালে জোরালো ভূমিকম্প হয়। সেই কম্পন অনুভূত হয় দিল্লি, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায়। এই কয়েক ঘণ্টার মধ্যেই এই বহুতল ভেঙে পড়ে। 

আকর্ষণীয়খবর