Madhya Pradesh:‌ দু’‌দিনের ব্যবধানে তিন চিতা শাবকের মৃত্যু কুনোয় 

আজকাল ওয়েবডেস্ক:‌ ফের চিতা শাবকের মৃত্যু মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে।

বৃহস্পতিবার দুটি শাবক মারা গেছে। গত দু’‌দিনে এই নিয়ে তিনটি চিতা শাবকের মৃত্যু হল। 
গত ২৪ মার্চ চিতা (‌নাম জোয়ালা)‌ চারটি শাবকের জন্ম দিয়েছিল। গত মঙ্গলবার মারা যায় একটি শাবক। মৃত্যুর কারণ ছিল অতিরিক্ত দুর্বলতা। বৃহস্পতিবার মারা গেল আরও দুটি। 
দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া থেকে আনা চিতার মৃত্যু নিয়ে গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছিল। শীর্ষ আদালত পরামর্শ দিয়েছিল, প্রয়োজনে চিতাদের রাজস্থানে স্থানান্তরের। 
আফ্রিকা থেকে আনা চিতাদের মধ্যে গত ২৭ মার্চ মারা যায় মেয়ে চিতা সাশা। কিডনির সমস্যা ছিল সাশার। এরপর ২৩ এপ্রিল উদয় নামক চিতা মারা যায় হৃদযন্ত্রের সমস্যা নিয়ে। গত ৯ মে মেয়ে চিতা দক্ষ মারা যায় খাবার নিয়ে লড়াই করতে গিয়ে। চলতি সপ্তাহে মারা গেল তিনটি শাবক। 

আকর্ষণীয়খবর