আজকাল ওয়েবডেস্ক: আদালত অবমাননা আইন অসাংবিধানিক! ভারতীয় সংবিধানের মূল ভিত্তির পরিপন্থী। শীর্ষ আদালতে মামলা দায়ের করলেন আইনজীবী প্রশান্ত ভূষণ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি এবং প্রবীণ সাংবাদিক এন রাম। তাঁদের বক্তব্য, আদালত অবমাননা আইন আসলে মতপ্রকাশের মৌলিক অধিকারকে আঘাত করে। ভারতীয় সংবিধানে বাক্স্বাধীনতা এবং স্বাধীনভাবে মত প্রকাশের যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, আদালত অবমাননা আইন আসলে তার পরিপন্থী! আদালতের সমালোচনাকে যদি অপরাধ বলে ঘোষণা করা হয়, তবে তা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কাজেই এই আইন বাতিল করা হোক, আবেদন তাঁদের।
সম্প্রতি টুইটারে একটি মন্তব্যের জন্য আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননা আইনের ধারায় মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে বিচারপতিদের বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানের মর্যাদাকে ‘ছোট’ করা হয়েছে। যে আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবার সেই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। অতীতে আদালত অবমাননা আইনেই সাংবাদিক এন রাম এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তাই এক্ষেত্রে প্রশান্তের পাশে তাঁরাও দাঁড়াচ্ছেন।