আজকাল ওয়েবডেস্ক: কেজরির মুখে ‘জয় শ্রী রাম’! অযোধ্যায় রামমন্দিনের ভূমিপুজোর ঐতিহাসিক মুহূর্তেই টুইট দিল্লির মুখ্যমন্ত্রীর। গত ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচনের জিতে ‘ভারত মাতা কি জয়’ সুর চড়িয়েছিলেন। টুইটে অরবিন্দ কেনজরিওয়াল লিখলেন, ‘অযোধ্যায় ভূমিপুজোর সন্ধিক্ষণে গোটা দেশকে শুভেচ্ছা! গোটা দেশ যেন ভগবান রামের আশীর্বাদ পায়। রামের আশীর্বাদেই দেশের গরিবি মিটবে। অনাহার কাটিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠবে ভারত। জয় শ্রী রাম। জয় বজরংবলী।’
রামমন্দিরে ভূমিপুজোয় ইতিমধ্যেই বসে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে এই পুজোয় বসেছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পাটিল ও আরএসএস প্রধান মোহন ভাগবত। আজ ১২.৩০ থেকে এই বিশেষ ভূমিপুজো শুরু হয়েছে। ভূমিপুজো ছাড়াও শিলা পুজো ও কর্ম শিলা পুজোও করবেন প্রধানমন্ত্রী। ভূমিপূজার জন্য সারা বিশ্ব থেকে রাম ভক্তরা ১৯৮৯ সালে মোট ২ লক্ষ ৭৫ হাজার ইট পাঠিয়েছিলেন। সেই ইট থেকে ‘জয় শ্রীরাম’ খোদাই করা মোট ন’টি বিশেষ ইট ভূমিপুজোর সময় স্থাপন করা হয়।