আজকাল ওয়েবডেস্ক: দেড় বছর কৃষি আইন স্থগিত রাখার যে প্রস্তাব কেন্দ্র দিয়েছে, তাতে রাজি নন কৃষকরা। যার জেরে ভেস্তে গেল শুক্রবারের আলোচনাও। মেরেকেটে ২০ মিনিট বৈঠক চলেছে এদিন। এদিনও কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহার এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি বৈধতার দাবিতে অনড় ছিলেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু কেন্দ্রের বক্তব্য, আইন স্থগিতই আপাতত সেরা সমাধান।
বৈক শেষে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, ‘বল এবার আপনাদের কোর্টে।’ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কৃষকদের ভালোর জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না কৃষক নেতারা। যে কারণে এদিনও রফাসূত্র মিলল না। আমরা তাঁদের কাছে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছি।’ এদিন কেন্দ্রও নিজের অবস্থানে অনড় থেকে জানিয়েছে, কৃষকরা যদি আইন স্থগিত রাখার ব্যাপারেই আলোচনা করতে চান, তবে পরের বৈঠকে বসতে রাজি কেন্দ্র। তোমর বলেন, ‘আইন প্রত্যাহার ছাড়া কৃষকদের যদি নিজেদের কোনও প্রস্তাব থাকে, সেটাও জানাতে বলা হয়েছে।’
সর্বভারতীয় কিসান সভার নেতা হন্নন মোল্লাহ বলেন, ‘‘কেন্দ্রের বক্তব্য, ‘আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাইলে, আগামীকাল দুপুরের মধ্যে আমাদের জানাও। আমরা আবার বৈঠকের ব্যবস্থা করছি।’’ সংযুক্ত কিসান মোর্চার নেতা দর্শন পাল বলেন, ‘আইন প্রত্যাহার বাদে অন্য কোনও বিষয় নিয়ে আলোচনা করতে আমরা ইচ্ছুক নই। কেন্দ্রকে তা জানিয়ে দিয়েছি।’