আজকাল ওয়েবডেস্ক: প্রেমের মরশুমে বিশেষ প্ল্যান প্রায় সকলেরই থাকে। আবার আজ থেকেই শুরু ভ্যালেন্টাইনস উইক। ক্যালেন্ডারের তারিখ বলছে, আজ রোজ ডে। প্রিয় মানুষদের আজই গোলাপ ফুল উপহার দিয়ে প্রেম নিবেদন করেন অনেকে। কিন্তু জানেন কি গোলাপের স্পর্শে ভ্যালেন্টাইনস ডে আরও বিশেষ হয়ে উঠতে পারে। বিশেষ দিনে সেজে ওঠার আগে গোলাপ ফুল দিয়েই ত্বকচর্চা করতে পারেন। এতে যেমন ত্বকের জেল্লা বাড়বে, তেমনই নজর কাড়বে আপনার সাজ। তবে শুধু ভ্যালেন্টাইনস ডে উপলক্ষেই নয়, প্রতি মরশুমেই ত্বকের চর্চায় গোলাপ ফুল ব্যবহার করতে পারেন।
ত্বকচর্চার বিশেষজ্ঞদের মতে, গোলাপের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে, যা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। প্রতিদিন ধুলো, ময়লা জমে বা অনিয়ন্ত্রিত জীবনধারার কারণে ত্বক রুক্ষ, শুষ্ক দেখায়। গোলাপ ফুল দিয়ে তৈরি বিশেষ ফেসপ্যাক ত্বক আরও উজ্জ্বল ও মসৃণ করে তোলে।
ফেসপ্যাক বানাতে কী কী প্রয়োজন? টাটকা গোলাপ ফুলের পাপড়ি, অরগ্যানিক মধু, অল্প গোলাপ জল। প্রথমেই গোলাপ জলে কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি ভিজিয়ে রাখুন। এভাবে তিন থেকে চার ঘণ্টা রেখে দেবেন। এরপর পাপড়িগুলোর মধ্যে সামান্য মধু মিশিয়ে। এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠান্ডা জলে মুখ ধুয়ে এরপর ভার্জিন নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন।
আরও পড়ুন: লতাকে শ্রদ্ধা জানাতে গিয়ে থুতু ছেটাননি তো? শাহরুখকে ঠুকে পোস্ট বিজেপি নেতার
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান