আজকাল ওয়েবডেস্ক: পুজো মানে মজা, নতুন জামা, আর কব্জি ডুবিয়ে খাওয়া। কোথায়, কোন রেস্তোরাঁয় বসছে দুর্গাপুজোর মহাভোজের মেলা। আমরা তার সব খবর পৌঁথে দেব আপনাদের কাছে। আজকে নজরে নিক্কোপার্কে দুর্গাপুজোর ভোজ।
❏ দুর্গাপুজোর জন্য মহারাজ ভোজ ও মহাভোজ আয়োজন করা হয়েছে নিক্কোপার্কে। নিক্কোপার্ক মানে সেই চেনা ঠিকানা সল্টলেকের সেক্টর ফোরে।
❏ ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর, মানে মহালয়া থেকে দশমী পর্যন্ত এই ভুরিভোজের আয়োজন থাকবে নিক্কোপার্কে।
❏ দুপুর ১২টা থেকে ৩.৩০টে পর্যন্ত এই খাবার পাওয়া যাবে।
❏ এবারে দেখে নিন, কী কী থাকছে পাতে...
• মহাভোজ থালি (ভেজ): লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, ভাত, সবজি, বাসন্তি পোলাও, কালিয়া, ছানার ডালনা, পাপড়, চাটনি,ল্যাংচা, মালাই চমচম, মিষ্টি পান
• মহাভোজ থালি (নন ভেজ): লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, ভাত, সবজি, বাসন্তি পোলাও, মাছের পাতুরি, চিংড়ি মালাইকারি, পাঠার মাংসের ঝোল, পাপড়, চাটনি,ল্যাংচা, মালাই চমচম, মিষ্টি পান
• মহারাজ ভোজ থালি (নন ভেজ): লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, ভাত, সবজি, বাসন্তি পোলাও, মাছের পাতুরি, চিংড়ি মালাইকারি, পাঠার মাংসের ঝোল, পাপড়, চাটনি, ল্যাংচা, মালাই চমচম, মিষ্টি পান
❏ খরচ: নন ভেজ থালির খরচ ৩০০ টাকা সঙ্গে কর। একটি নন ভেজ থালির একটির দাম ৩৩০ টাকা সঙ্গে কর, অন্য নন ভেজ থালির দাম ৫৩০ টাকা সঙ্গে কর।