Monsoon Travel Tips: বর্ষায় পাহাড়ে যাচ্ছেন? সফরে কী কী খেয়াল রাখবেন

আজকাল ওয়েবডেস্ক: দৈনন্দিন রুটিন থেকে বিরতি নিয়ে কয়েকটা দিন প্রকৃতির মাঝে কাটাতে কার না পছন্দ! বর্ষার বারিধারায় প্রকৃতির শোভা যেন আরও বেড়ে যায়।

এমন আবহে সবুজের মাঝে, বিশেষত পাহাড়ে দিন কাটাতে অনেকেই চান। যদি এই বর্ষাতেই পাহাড় সফরে যান, তবে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। 

 

সেগুলো কী কী? 

১. আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখুন। ঝড়বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে, সেই অনুযায়ী বাইরে ঘোরার পরিকল্পনা করুন। 

২. বাইরে দিন কয়েকের জন্য যাওয়ার আগে অবশ্যই ফার্স্ট এইডের সামগ্রী সঙ্গে রাখুন। বিশেষত পাহাড়ি কিছু পোকামাকড়ের উপদ্রব তো থাকবেই। তাই সেই বিশেষ ধরনের ওষুধ সঙ্গে রাখুন। 

৩. বাইরে ঘুরতে গেলে স্থানীয় খাবার খাওয়ার প্রতি সকলেরই ঝোঁক থাকে। কিন্তু বর্ষার সময় স্ট্রিট ফুড এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এই সময়ে জলবাহিত রোগে আক্রান্ত হন বহু মানুষ। ঘুরতে গিয়ে পেটের অসুখ দেখা দিলে, বেড়ানোটাই মাটি হয়ে যেতে পারে। 

৪. বর্ষায় পাহাড়ে গেলে সঠিক জুতো নিতেও ভুলবেন না। হিল জুতো একেবারেই এড়িয়ে চলুন। বর্ষায় বরং ওয়াটারপ্রুফ স্নিকার্স পরে পাহাড়ে ছুটি কাটান। 

৫. পাহাড়ে বৃষ্টিতে ভিজে গেলে সহজে কাপড় শোকায় না। তাই সুতির কাপড়ের পরিবর্তে সিন্থেটিক কাপড়ের জামাকাপড় নিয়ে যান। 

৬. শুধুমাত্র জুতো নয়, সফরে ওয়াটারপ্রুফ ব্যাগ সঙ্গে রাখুন। রাস্তায় যেকোনও সময় বৃষ্টিতে ব্যাগ ভিজে যাওয়ার সম্ভাবনাও থাকে। তার জন্য আগে থাকতেই প্রস্তুতি রাখুন। 

৭. বৃষ্টি যাতে বেড়ানোয় বাধা না হয়ে দাঁড়ায়, তাই রেনকোট বা বর্ষাতি সঙ্গে রাখুন। 

আকর্ষণীয় খবর