আজকাল ওয়েবডেস্ক: কীভাবে রুচিসম্মতভাবে ঘর সাজানো সম্ভব? এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খায়। যেকোন বাড়ির অন্দরসজ্জার ক্ষেত্রে আসবাব একটা বড় ভূমিকা পালন করে। বাড়ির মালিকের এবং অন্যান্য সদস্যদের রুচিবোধ, সেই বাড়িটি কীভাবে সাজানো, তার ওপরে অনেকখানিই নির্ভর করে। আপনার যদি সাবেকি স্টাইল বেশি পছন্দ হয় এবং আপনার বাড়ির অন্দরসজ্জায় আপনি সাবেকি ছোঁয়া রাখতে চান, তাহলে সাবেকি ডিজাইনের আসবাব দিয়ে ঘর সাজান। যেমন ধরুন, বসার ঘরে সোফার বদলে বেতের চেয়ার রাখলেন কিংবা কাঠের কারুকাজ করা যদি-আঁটা সোফা রাখতে পারেন। আজকাল দেওয়ালে নানা ডিজাইনের রং করানোটা বেশ ফ্যাশন। কিন্তু আপনি যদি একটু অন্যরকমভাবে বাড়ি সাজাতে চান, তাহলে বিভিন্ন ডিজাইনে ঘরের দেওয়াল রং না করিয়ে সনাতনী কোনও ওয়াল আর্ট টাঙিয়ে দিন। খুব সুন্দর সুন্দর দেখতে মধুবনী আর্ট কিংবা ট্রাইবাল ডিজাইনের ছবি পাওয়া যায়। একটু খোঁজ নিয়ে দেখুন যে আপনার বাড়ির আসে–পাশেই হয়তো কোনও দোকানে যেখানে বাড়ি সাজানোর সরঞ্জাম পাওয়া যায়, সেখানে এইসব ওয়াল আর্টগুলি পাওয়া যায়। আর তা যদি না পাওয়া যায়, তাতেও কোনও সমস্যা নেই, যেকোন হস্তশিল্প মেলাতে আপনি অনায়াসে এই ধরণের সাবেকি ডিজাইনের ওয়াল আর্ট পেয়ে যাবেন।
যখন আপনি বিছানার চাদর কিনবেন, চেষ্টা করুন খেশ কিংবা খাদির ফ্যাব্রিকের চাদর কিনতে। আপনার বাড়িতে ঢোকার মুখেই যদি একটা ছোট করে ঠাকুরের জায়গা তৈরী করেন, তাহলে দেখাতেও ভাল লাগে আর আপনার বাড়িতে নাকি সুখ–সমৃদ্ধিরও বৃদ্ধি ঘটে। যদি আসন রাখার জায়গার অভাব হয়, তাহলে আপনি একটা ছবিও রাখতে পারেন। খুব সুন্দর সুন্দর ক্যানভাসের ছবি পাওয়া যায়। এতে বেশ একটা সাবেকি ভাব দেখা যায়।