আজকাল ওয়েবডেস্ক: ‘ব্রেনবাজি’–র সাফল্যের পর আরও দু’টি অনলাইন গেম বাজারে আনল ‘বাজি নাও’। ‘পোলবাজি’ এবং ‘বিঙ্গোবাজি’ নামে এই দু’টি অনলাইন গেম নিয়ে এসেছে সংস্থাটি। এর মধ্যে ‘পোলবাজি’ নামে গেমটি খেলা হবে দর্শকদের মতামতের ভিত্তিতে। যেকোনও বিষয়ে প্রশ্ন থাকবে। সঙ্গে দেওয়া হবে তিনটি অপশন। তাতে যে অপশনটিতে বেশি ভোট পড়বে সেটিকেই সঠিক উত্তর হিসেবে ধরা হবে। এছাড়া অনলাইন ‘বিঙ্গো’ খেলার জন্য সংস্থাটি নিয়ে এসেছে ‘বিঙ্গোবাজি’ নামে আরও একটি গেম। শুধু ভারতে নয়, এই গেমটি খেলা হবে গোটা বিশ্বজুড়েই। এই দু’টি গেমের পুরস্কারমূল্য যথাক্রমে ২০ হাজার এবং ১০ হাজার। এর আগে সংস্থার তরফ থেকে ‘ব্রেনবাজি’ নামে যে গেমটি আনা হয়েছিল। তা যথেষ্ট সাফল্য অর্জন করেছে। ভারতের প্রায় ২০০ শহরের ৫০ লক্ষ মানুষ ইতিমধ্যে গেমটি খেলেছেন। এখনও পর্যন্ত সবমিলিয়ে মোট ৩ কোটি টাকা অর্থ পুরস্কারও জিতেছেন ওই গেমে অংশগ্রহণকারীরা। এই ‘ব্রেনবাজি’ গেমটির আকর্ষণ বাড়াতে সম্প্রতি আরও একটি অনুষ্ঠান চালু করেছে ‘বাজি নাও’। প্রত্যেক বৃহস্পতিবার ‘কৌন বনেগা লাখপতি’ অনুষ্ঠানের সূচনা করা হয়েছে তাতে। যেখানে ইতিমধ্যে চারজন পুরো এক লক্ষ টাকা পুরস্কারও জিতেছেন। এর মধ্যে আবার দু’জন কলেজ পড়ুয়া। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্জুন কানুনগোস শ্রেয়া রাও, অনুক্রিথী ব্যাস, মিনাক্ষি চৌধুরির মতো তারকারা। বর্তমানে কমবয়সি যুবকদের মধ্যেই এই ‘ব্রেনবাজি’ খেলার ঝোঁক সবচেয়ে বেশি। প্রতিদিন সন্ধে সাড়ে আটটায় এই অনুষ্ঠানটি হয়। এছাড়া সপ্তাহের কাজের দিনগুলিতে দুপুর ১ টা নাগাদও ‘ব্রেনবাজি’–র অতিরিক্ত একটি অনুষ্ঠান হয়। এদিকে, নতুন অনুষ্ঠানগুলির মধ্যে ‘বিঙ্গোবাজি’ খেলা হবে প্রতিদিন দুপুর সাড়ে চারটেয়। অপরদিকে, ‘পোলবাজি’ খেলা হবে প্রতিদিন রাত ৯টায়। এছাড়া সপ্তাহের কাজের দিনগুলিতে দুপুর ৩ টে নাগাদও ‘পোলবাজি’–র অনুষ্ঠান হবে। এই গেমগুলি খেলতে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকেও ‘বাজিনাও’ অ্যাপটি ডাউনলোড করতে হবে।