Climate Change: জলবায়ু পরিবর্তনের জেরে ৫৮ শতাংশ সংক্রামক রোগ আরও তীব্র হয়, বলছেন বিজ্ঞানীরা

আজকাল ওয়েবডেস্ক: প্রায় তিন বছর সময় ধরে ভাইরাস ঘটিত সংক্রামক রোগের জেরে নাজেহাল দশা আপামর বিশ্ববাসীর।

করোনা অতিমারির এখনও পরিসমাপ্তি ঘটেনি। এর মাঝেই বিশ্বজুড়ে ত্রাস ছড়িয়েছে মাঙ্কিপক্স ভাইরাস। করোনা, মাঙ্কিপক্স ছাড়াও আরও বিভিন্ন ভাইরাসের সংক্রমণে মানুষ এবং বন্যপ্রাণীরাও সঙ্কটের মধ্যে। এমন আতঙ্কের পরিস্থিতিতেই এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বিজ্ঞানীরা। 

এক গবেষণায় দাবি করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের জেরেই সংক্রামক রোগের তীব্রতা কয়েকগুণ বেড়ে যায়। বিজ্ঞানীদের দাবি, ৫৮ শতাংশ সংক্রামক অসুখের প্রকোপ বাড়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে। আবহাওয়া যত বদলাতে থাকে, সংক্রামক রোগ তত তীব্র হয়। ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ নামক পত্রিকায় একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানেও দাবি করা হয়েছে, জলবায়ুর পরিবর্তনে কঠিন সংক্রামক রোগের তীব্রতা বহুগুণ বেড়ে যায়। 

চলতি বছরে এখনও পর্যন্ত আবহাওয়ার বিপুল পরিবর্তনের সাক্ষী থেকেছেন সকলেই। একদিকে ইউরোপে প্রবল তাপপ্রবাহ। কোথাও কোথাও আবার তুমুল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি। আমেরিকাতেও বিভিন্ন জঙ্গল আগুনে পুড়ে গেছে। বিপুল ক্ষতি হয়েছে এলাকায়। জীবন বিপন্ন বন্যপ্রাণীদের। এই সবকিছুর জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। 

আকর্ষণীয় খবর