আজকাল ওয়েবডেস্ক: ফের পারদ পতন মহানগরে।
বুধবার থেকেই শহরে শীতের আমেজ দেখা গিয়েছে। একদিন শীত আর পরের দিনের গরমের অনুভূতিতে মানুষের নাজেহাল পরিস্থিতি। তার মাঝেই বুধবার থেকে আবহাওয়ার মেজাজ বদলেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি। বৃহস্পতির পর শুক্রবারে আরও কমেছে তাপমাত্রা। শুক্রবার শহরে সর্বনিম্ন আপমাত্রা থাকবে ১৫.৬ ডিগ্রি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কমার পর এখন শহরবাসীর প্রশ্ন, জাঁকিয়ে শীত পড়বে কবে? হাওয়া অফিস সূত্রের খবর, মনদৌস এর প্রভাবেই শীত কমেছে বাংলায়। ঘূর্ণিঝড় কেটে গেলেই রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিনগুলি, অর্থাৎ বড়দিনের সম্যে কলকাতা সহ গোটা রাজ্যে কনকনে শীত অনুভূত হওয়ার পূর্বাভাস। যদিও দক্ষিণের বেশকিছু জেলা ইতিমধ্যে হাড়ে কাঁপন ধরিয়েছে শীত।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের